Skip to main content

Posts

Showing posts from April, 2019

গল্প ~তসলিমা নাসরিন

ভাজা মাছ উল্টে খেতে পারে না ধরনের এক ছেলে আমাকে একদিন বলল---আমার খুব কষ্ট। আমি তার ঘন চুলে নিবিড় আঙুল রেখে বললাম ---মাঠ জুড়ে সাদা জ্যোৎস্না নেমেছে, চল ভিজি। চল মেঘলা ভোরে অরণ্য পেরোই। শীতলক্ষায় উলটো সাঁতার কাটি। ছেলে বলল---বড্ড খিদে পায় আজকাল। আমি তাকে সর্ষে বাটা ইলিশ, চিতল মাছের কোপ্তা, চিংড়ির মালাইকারি আর আস্ত একটা মুরগির রোস্ট খেতে দিলাম। খাবার পর একটা তবক দেওয়া পান। খাওয়া হল। রাতে জ্যোৎস্নায় ভেজাও হল। ভোরের অরণ্য পেরনো হল, ছেলের মনও হল ভাল দুপুরের দিকে ভর-পেট এবং ভর-মন নিয়ে ছেলে বলল---যাই। সেদিন হঠাৎ দেখি পাশের বাড়ির কিশোরীকে সে তার খিদে ও কষ্টের কথা বলছে কিশোরী তাকে বসতে দিচ্ছে, খেতে দিচ্ছে।