কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারই মত হয়ে যেতে যতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ঐ দুটি চোখ...
তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা দুচোখে হারাই তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান, তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা দুচোখে হারাই তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান, তাকে খুব কাছে পাই যেই কাছে এই তো ছিলে এই বুঝি আর নেই তাকে দাও পাহারা এক বেয়ারা গান এই টুকরো উপহার বলো বন্ধু হবে তার এই টুকরো উপহার বলো বন্ধু হবে তার সে রূপকথা... তাকে গল্প বলে ঘুম পাড়াবে গান তাকে যেই কাছে পাই খুব যদি যাই ভেসে দি' অন্য হাওয়ায় ডুব তখন থাকবে পরে একফালি এই গান তাকে থাকবে ছুঁয়ে একফালি এই গান...
Love doesn't ask why It speaks from the heart And never explains Don't you know that Love doesn't think twice It can come all at once Or whisper from a distance Don't ask me if this feeling's right or wrong It doesn't have to make much sense It just has to be this strong 'Cause when you're in my arms I understand We don't try to have a voice When our hearts make the choices There's no plan It's in our hands Now I can feel what you're afraid to say If you give your soul to me Will you give too much away We can't let this moment pass us by Can't question this chance Or expect any answers We can try But love doesn't ask you why So let's take what we found And wrap it around us
Had I the heavens' embroidered cloths, Enwrought with golden and silver light, The blue and the dim and the dark cloths Of night and light and the half light, I would spread the cloths under your feet: But I, being poor, have only my dreams; I have spread my dreams under your feet; Tread softly because you tread on my dreams.
যে পিতা সন্তানের লাশ সনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি- যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি- যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরাণী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি- আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চীৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহ্ত্যা করব যা ইচ্ছা চায় তাই করব। কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেয়ালে স্টেনসিলে নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রনায় ছিন্নভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি-ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায় ’৩৮ ও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লক-আপের পাথর হিম কক্ষে ময়না তদন্তের হ্যাজাক আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক-অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রত...